আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি সাইফুল্লাহ তামীম। কওমী মাদরাসার একজন শিক্ষক।
দুই বছর আগে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়ার্দাতুল আরবের কার্যক্রম শুরু করি। যারা মাদরাসায় শিক্ষিত নন, তারা যেন দ্বীনের বিষয়গুলো সহজে এবং ফ্রিতে শিখতে পারেন, সেই উদ্দেশ্যকে সামনে রেখে তৈরি করেছিলাম ওয়ার্দাতুল আরব। এই দুই বছরে আমি আমার অবসর সময়গুলোতে ওয়ার্দাতুল আরবের কাজগুলো যতদূর সম্ভব এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু শিক্ষকতা জীবনের ব্যস্ততা, জীবিকার তাগিদে কাজ খোঁজা এবং আমার দুইটি বাচ্ছা মেয়েকে সময় দিতে গিয়ে আমি আর অবসর সময় খুঁজে পাচ্ছিলাম না। এদিকে ওয়ার্দাতুল আরবের জন্য কাজ করতে না পারার প্রচণ্ড কষ্টে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। তাই নিজের জীবনের স্বাভাবিক কাজগুলো করে যাওয়ার জন্য আমি ওয়ার্দাতুল আরব থেকে বিদায় নিলাম। সামনে করব, এটাও বলছি না। কারণ, এটা আমার জন্য চাপ হয়ে দেখা দিতে পারে। আমার জন্য দোয়া করবেন। যারা আমার কাছে আরো কিছু কাজ আশা করেছিলেন, তাদের কাছে ক্ষমা চাচ্ছি। এবং সবার নিকট দোয়া চাচ্ছি।
আল্লাহ তায়ালা যতদিন বাঁচিয়ে রাখবেন, ততদিন এই ডোমেইন-হোস্টিং ফি পরিশোধ করে ওয়েবসাইটটি টিকিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ্। যতটুকু কাজ হয়েছে, ততটুকুর দ্বারাই যেন মানুষ উপকৃত হতে পারে।
নিচের লিংকে আমাকে পাওয়া যাবে।
https://www.facebook.com/saifullahtamim18
মা’আস সালাম।
Facebook Comments