এই পাঠেঃ
মাওসূফ-সিফাতের পরিচয়, তাদের মাঝে যে বিষয়গুলোতে মিল থাকে সে বিষয় এবং বাক্যে কোনটি প্রথমে ও কোনটি শেষে বসে তা নিয়ে আলোচনা করা হয়েছে।
মাওসূফ-সিফাতের পরিচয়ঃ
যে সমস্ত শব্দের দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা প্রকাশ করা হয় সে সমস্ত শব্দকে আরবীতে সিফাত (صِفَة) বলে।
যে ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ,অবস্থা প্রকাশ করা হয় তাকে মাওসুফ (مَوْصُوْف) বলে।
মাওসূফ-সিফাতের মধ্যে যে বিষয়গুলোতে মিল থাকেঃ
মুযাক্কার-মুআন্নাছ।
শেষ হরফের হরকত।
(আরো দুইটি বিষয়ে মিল থাকে যা আমরা সামনে জানবো ইন শা আল্লাহ্।)
খুবই সহজ একটি পদ্ধতিতে শিখে নিন ইসম, ফেল, হরফের পরিচয়। নিচের লিংকে ক্লিক করুন।
মাওসূফ সিফাতের অবস্থানঃ
আরবী ভাষায় মাওসূফ আগে এবং সিফাত পরে বসে। যদিও বাংলায় সিফাত আগে এবং মাওসূফ পরে বসে।
প্রশ্নমালা
১. মাওসূফ ও সিফাত কাকে বলে?
২. মাওসূফ সিফাতের মধ্যে কী কী বিষয়ে মিল থাকে?
৩. মাওসূফ-সিফাতের মধ্যে কোনটি পূর্বে এবং কোনটি পরে বসে?
লেখাটির পিডিএফ ডাউনলোড করতে নিচে ক্লিক করুন।
Facebook Comments