এসো আরবী শিখি কিতাবের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ে যা পড়ানো হয়েছে, তার উপর তৈরি করা হয়েছে এই প্রশ্নটি।
ওয়ার্দাতুল আরব অনলাইন মাদরাসা।
প্রথম সেমিস্টার
প্রথম পরীক্ষা
বিষয়ঃ এসো আরবী শিখি
পূর্ণমানঃ ৩০।
———————————————
১- নিচের শব্দ দুইটির অর্থ লিখুন। (২)
حديقة
خارطة
২- নিচের শব্দ দুইটির আরবী লিখুন। (২)
মামা
রাজধানী
৩- নিচের দুইটি বাক্যে হরকত বসিয়ে তরজমা করুন। (৪)
يا فرحانة انت بنت مؤدبة و اخوك ولد مؤدب
في كتاب الله قصة جميلة
৪- নিচের দুইটি বাক্যের আরবী লিখুন। (৪)
হে ছেলে, তোমার ভাই কি নতুন ছাত্র।
ঢাকা বাংলাদেশের রাজধানী
৫। শূন্যস্থান পূর্ণ করুন। (শূন্যস্থান পূরণে শুধুমাত্র ইসমুল ইশারা, সিফাত এবং দ্বমীরের শব্দ ব্যবহার করতে পারবেন।) (৪)
نافذة قديمة …..
…. هذا مفتاح
…. منظر القرية
رجل شريف ….
৬- নিচের বাক্যগুলোতে ভুল রয়েছে। বাক্যের কোন অংশে ভুল তা নির্ণয় করে ব্যাখ্যা করুন এবং সঠিক বাক্য কেমন হবে তা লিখুন। (৪)
هذا البنت مؤدب
من عند قلمك
৭- আরবীতে নিচের দুইটি প্রশ্নের উত্তর দিন। (২)
ما كتابنا و كتابكم؟
اين قبر الرسول؟
৮- নিচের প্রশ্নগুলোর উত্তর দিন।
ক- মুযাক্কার-মুআন্নাছ চেনার উপায় কী? (২)
খ- নিচের ৫ টি শব্দের মধ্যে কোন দুইটি শব্দের শুরুতে আলিফ-লাম যুক্ত হলে লামটি স্পষ্ট ও আলাদাভাবে উচ্চারিত হবে? (২)
باب – تاجر – سوق – مروحة – طريق
গ- হারফুন নিদা এবং মুনাদা কাকে বলে? (২)
ঘ- আমাদের পঠিত কোন শব্দগুলো সাধারণত মুদ্বফ হিসেবে ব্যবহৃত হয়? (২)
মুহতারাম, আপনার কাছে এসো আরবী শিখির উল্লেখিত নোটগুলো লিখা থাকলে, দয়া করে তা কি দেয়া যাবে? আমি খুবই উপকৃত হবো।
প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায় পর্যন্ত লেখা আছে, যেমনটা এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন।
আর লেখা বলতে কী বুঝাচ্ছেন, তা আসলে বুঝতে পারিনি।
আপনি কি এই লেখা কাগজে চাচ্ছেন?